প্রকাশিত: Thu, Mar 23, 2023 8:08 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:05 PM

আরাভ খানের সম্পদ বৈধ, নাকি অবৈধ্য?

আশরাফুল আলম খোকন : আরাভ খান ওরফে আরও অনেকগুলো নাম আছে। সবগুলো জানিও না। গত কিছুদিন যাবৎ সবখানে খুব আলোচিত বিষয়। পুলিশের খাতায় ৪/৫ বছর আগে থেকে একটি হত্যা মামলার ৬ নম্বর আসামি। তিনি তো এর মধ্যেও কয়েকবার নাকি দেশেও এসেছেন। এতো বছর আমরা কেউ নাম শুনিনি, কোনো মিডিয়ায়, পুলিশের ব্রিফিংয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায়। এখন কেন শুনছি, এতোদিন শুনিনি কেন? এখন শুনছি, কারণ এখন তার অঢেল টাকা। টাকা না থাকলে কিংবা দুবাইয়ে শ্রমিক হয়ে থাকলে হয়তো তাকে কেউ চিনতোও না। 

সম্পদ হওয়া কি অপরাধ? হ্যাঁ, অপরাধ, যদি তা লিগ্যাল না হয়। আমরা যতো ধনী মানুষের গল্প শুনি, তারা সবাই শূন্য থেকেই শীর্ষে। তাদের টাকাও অবৈধ হলে তা দেখার দায়িত্ব কি আপনার, আমার? নির্দিষ্ট সংস্থার খুঁজে বের করা উচিত, টাকা বৈধ নাকি অবৈধ। অবৈধ হলে ব্যবস্থা নিন। আর বৈধ হলে স্যালুট দিন, তার এই অর্জনের জন্য। ফেসবুক থেকে